ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হামাসের ভিডিও

নেতানিয়াহুর তীব্র সমালোচনা দুই ইসরায়েলি বন্দির

নেতানিয়াহুর তীব্র সমালোচনা দুই ইসরায়েলি বন্দির

গাজায় বন্দি ইসরায়েলি এলকানা বোহবোট এবং ইউসুফ-হাইম ওহানা-র একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ৩৫ বছর বয়সী বোহবোট এবং ২৪ বছর বয়সী ওহানা ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে বন্দি হয়েছিলেন। ভিডিওটিতে দেখা গেছে, বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল। আজ, আমি কেবল একটি সংখ্যা।’

হামাস তাদের ভিডিওটি তৈরি করতে বলেছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা কঠিন ছিল। বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন তেমন খাবার-দাবার নেই। কোনো নিরাপদ জায়গাও নেই। আরও খারাপ বিষয় হলো- আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না।’

এরপর ওহানা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরায়েলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত।’ ভিডিওতে বোহবোট ক্ষুব্ধ স্বরে বলেন, ‘নেতানিয়াহুর সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত