ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলি এয়ারপোর্টে আবার মিসাইল হামলা

ফের হাইপারসনিক হামলার শিকার মার্কিন যুদ্ধজাহাজ
ইসরায়েলি এয়ারপোর্টে আবার মিসাইল হামলা

ইয়েমেনের হুথি আনসার-আল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করেছেন।

গত সোমবার রাতে বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ‘জুলফিকার’ এবং হাইপারসনিক মিসাইল ‘প্যালেস্টাইন-টু’ দিয়ে হামলা চালিয়েছে তাদের মিসাইল ফোর্স। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। সারি উল্লেখ করেন, এছাড়াও তাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালায়। সারি বলেন, এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুদ্ধজাহাজগুলোতে দুই দফা হামলা চালানো হলো।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে।’

একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে এবং গাজা উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য নিয়ে ইসরায়েলি জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবেন তারা।

এদিকে, ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো গত সোমবার সা-দা প্রদেশের আল-রাসুল আল-আজম অনকোলজি হাসপাতালকে লক্ষ্য করে দুই দফা হামলা চালায়।

সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হাসপাতালটিতে ১৩ দফা হামলার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার সেখানে হামলা চালানো হলো। ইয়েমেনের ক্যান্সার কন্ট্রোল ফান্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে গুরুতর ও নৃশংস অপরাধ হিসেবে অভিহিত করে বলেছে, হাসপাতালের ওপর হামলা আন্তর্জাতিক আইনের অধীনে স্পষ্ট যুদ্ধাপরাধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত