
রাশিয়ার সংসদ স্টেট ডুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভোলোদিন গত সোমবার রাশিয়ার ডুমা টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, এই দেশ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তির বিষয়টি চলতি বছরের এপ্রিলে অনুমোদনের পরিকল্পনা করা হয়েছে। এই চুক্তির কাঠামোর মধ্যে দুইদেশের মধ্যে সংসদীয় সহযোগিতার জন্য একটি নতুন প্রক্রিয়া তৈরি করা হবে। তার মতে, এই চুক্তির অনুমোদন দুইদেশের মধ্যে সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করবে। ভোলোদিন জোর দিয়ে বলেন, চুক্তিটির মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনসহ শিল্প উন্নয়ন, জ্বালানি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই বছরের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরকালে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পাকিস্তানি সমপক্ষের সাথে আলাপকালে আশা প্রকাশ করেছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার মাধ্যমে, ফিলিস্তিন এবং গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে দৃঢ অবস্থান নেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, দুটি ঐতিহাসিক প্রতিবেশী হিসেবে ইরান ও পাকিস্তানের একে অপরের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা উচিত। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় আশা প্রকাশ করেছেন যে ভ্রাতৃত্ব, প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে আমরা আমাদের দুই দেশসহ এ অঞ্চলের দেশগুলির কল্যাণের জন্য ভালো সাফল্য অর্জন করতে পারব। কাতারের আমিরের সঙ্গেও কথা বলেন পেজেশকিয়ান। তাদের কথোপকথনে দুই দেশের মধ্যে চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেয়া হয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে বলেছেন, ইরান এবং আলজেরিয়া-দুইদেশের মধ্যে সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রসারিত হচ্ছে।