ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় যুদ্ধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

গাজায় যুদ্ধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি, যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে।’ নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো, যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।’ ইসরাইলি হিসাব অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন ইসরাইলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইসরাইলি কারাগারে ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত