ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খবর আরব নিউজের। গত রোববারের এই ইসরাইলি হামলার পর আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা রোগীদের ভবন থেকে সরিয়ে নেন। বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরাইল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন। তবে ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ইসরাইল ‘গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে।’ প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় শত শত মানুষ নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা এর জন্য ইসরাইলি বিমান হামলাকে দায়ী করেছিলেন। তবে সে সময় ইসরাইল দাবি করেছিল, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত