ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেবে ইইউ

সৌদি আরবকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেবে ইইউ

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে সৌদি নাগরিকরা শিগগিরই শেনজেন অঞ্চলে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারবেন। সৌদি আরবে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড একথা জানিয়েছেন। সম্ভাব্য এই পদক্ষেপকে বড় কূটনৈতিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার অংশ হিসেবে সৌদি নাগরিকদের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ। ইইউতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড সম্প্রতি জানিয়েছেন, এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। ইউরোপীয় কমিশন এরই মধ্যেই সৌদি আরবসহ বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে, যার মাধ্যমে একাধিকবার স্বল্পমেয়াদে ইউরোপে ভ্রমণ করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত