রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান দ্য ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। বিবিসিকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে হ্যারি জানান, বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং যুক্তরাজ্যে ‘নিরাপত্তা’ সংক্রান্ত মামলায় হেরে ‘বিপর্যস্ত’ তিনি। হ্যারি বলেন, ‘আমার বাবা রাজা চার্লস এই নিরাপত্তা বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলবেন না।
আমি আর লড়াই করতে চাই না। আমি জানি না বাবা আর কত দিন বেঁচে থাকবেন।’ ২০২০ সালে রাজপরিবারের সদস্য হিসেবে পদত্যাগের পর স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেলে যুক্তরাজ্যের প্রিন্স হিসেবে হ্যারির পাওয়া নিরাপত্তা কমিয়ে আনা হয়। এই সিদ্ধান্তকে তিনি ‘একটি পুরনো ধাঁচের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন।
তিনি বলেন, ‘এই নিরাপত্তা ইস্যুই সব সময় প্রধান বাধা ছিল। এটা শুধু আমার নয়, আমার স্ত্রী ও সন্তানদের জীবনকেও প্রভাবিত করেছে।’ আদালতের নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি। সে সময় তার আইনজীবীদের অভিযোগ ছিল, হ্যারির নিরাপত্তা কমিয়ে তাকে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে। তবে গত শুক্রবারের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়ে হেরে যাওয়ার পর তিনি বলেছেন, তিনি আর আদালতের পথে যাবেন না, কারণ ‘এখন এটা পরিষ্কার যে আইনি পথে জেতার আর কোনো সুযোগ নেই’।