ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শান্তি প্রতিষ্ঠা-বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান

শান্তি প্রতিষ্ঠা-বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান

ইউক্রেন যুদ্ধ অবসানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়কে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে এসব ইস্যু গুরুত্ব পায়। এটি ম্যাক্রোঁর প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ চীন সফর। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাত ইউক্রেন যুদ্ধ থামাতে সমর্থন জোগাড় করা ও ফ্রান্সে আরও চীনা বিনিয়োগ আনাই ম্যাক্রোঁর এই তিন দিনের সফরের মূল লক্ষ্য। রাশিয়ার বড় বাণিজ্য অংশীদার চীন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও মস্কোর আগ্রাসন এখনো প্রকাশ্যে নিন্দা করেনি। বৈঠকে শি জিনপিং বলেন, চীন শান্তির প্রচেষ্টা সমর্থন করে ও সব পক্ষ মেনে নিতে পারে এমন ন্যায্য, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তি চাই। গত বৃহস্পতিবার বেইজিংয়ে শি ও ফার্স্ট লেডি পেং লিয়ুয়ান ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিতকে লালগালিচা সংবর্ধনা দেন। সম্মানরক্ষী বাহিনী ও পতাকা নেড়েছে এমন শিশুদের সারিও ছিল অনুষ্ঠানে। হাসিমুখে গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রবেশের সময় জনতার দিকে চুম্বন ছুড়ে দেন ম্যাক্রোঁ; বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। সংবর্ধনার পর ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ও চীনকে নিজেদের ‘পার্থক্য কাটিয়ে উঠতে’ হবে। শি একই সুরে বলেন, দুই দেশের সম্পর্ক ‘আরও স্থিতিশীল’ হওয়া উচিত। ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পার হতে চলার মধ্যে যুক্তরাষ্ট্রর নতুন করে শান্তি উদ্যোগের সময় এ বৈঠক হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত