রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। গতকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার কিয়েভে এক গোপন সাংবাদিক সম্মেলনে (যার বক্তব্য শনিবার প্রকাশিত হয়) জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে ‘নাটকীয় প্রদর্শনী’ হিসেবে বর্ণনা করেন।
পুতিন এই তিন দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে। জেলেনস্কি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র তিন দিন যুদ্ধ বন্ধ করে কোনো বাস্তব আলোচনা সম্ভব নয়’।