ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অতীতের মুসলিম শাসকদের দয়া ও মহানুভবতা স্মরণ করুন

ভারতকে ওমানের প্রধান মুফতি
অতীতের মুসলিম শাসকদের দয়া ও মহানুভবতা স্মরণ করুন

অতীতে দেশটির মুসলিম শাসকরা কতটা ‘দয়ালু ও সদাশয়’ ছিলেন, ভারত সরকারকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান বা গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি। একই সঙ্গে শেখ আহমদ ‘আক্রমণকারীদের ওপর বিজয়’ অর্জন করার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। চার দিন ধরে উভয় পক্ষের গোলাবর্ষণ এবং আকাশ থেকে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান। ওমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আহমদ বিন হামাদ আল-খালিলি গত সোমবার এক বিবৃতিতে ‘আক্রমণকারীর ওপর বিজয় অর্জনের জন্য’ পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আশা করি, তারা (পাকিস্তান) তাদের নির্যাতনের শিকার মুসলিম ভাইদের পাশে অবিচল দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে, বিশেষ করে আল-আকসার (জেরুজালেমের) পবিত্র ভূমিতে।’ পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর বন্দর ১৭৮৪ থেকে ১৯৫০-এর দশক পর্যন্ত প্রায় দুই শতাব্দী ধরে ওমানের অধীন ছিল। ১৯৫৬ সালে ওমান ভারতের কাছে গোয়াদর বন্দর বিক্রির প্রস্তাব দিয়েছিল। কিন্তু জওহরলাল নেহরু সরকার তাদের প্রস্তাবে রাজি হয়নি। পরে ১৯৫৮ সালে পাকিস্তানের কাছে গোয়াদর বন্দর বিক্রি করে ওমান। আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে শেখ আহমদ আরও বলেন, ‘আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি বৈরিতা পরিত্যাগ করতে আহ্বান জানাই; তাদের মুসলিম শাসকরা অতীতে ধর্মনির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও মহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত