
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে একটি ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে আঘাত হানে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। জিএফজেড প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৭ জানালেও পরে তা সংশোধন করে ৭.৪ জানায়। ইএমএসসি শুরু থেকেই এটিকে ৭.৪ মাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের ফলে কমান্ডার দ্বীপপুঞ্জের অ্যালেউতস্কি জেলায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হানতে পারে। পূর্ব কামচাটকার উস্ত-কামচাটস্কি অঞ্চলে ৪০ সেন্টিমিটার এবং সর্বাধিক জনবসতিপূর্ণ দক্ষিণ-পূর্ব কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে ১৫ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।