ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় না খেয়ে মারা গেল ৩৫ দিনের শিশু

গাজায় না খেয়ে মারা গেল  ৩৫ দিনের শিশু

গাজায় খাবারের অভাবে চরম অপুষ্টিতে ভুগে ৩৫ দিনের এক শিশু মারা গেছে। এ নগরীর আলশিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া এ খবর জানিয়ে বলেন, হাসপাতালটিতে গত শনিবার ওই শিশু ছাড়াও আরেকজন অনাহারে মারা গেছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। চিকিৎসাসূত্র বলেছে, গতকাল ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

এসব ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, গাজার হাসপাতালের জরুরি বিভাগগুলোয় চরম অনাহারে মৃত্যুর মুখে চলে যাওয়া মানুষের ভিড় উপচে পড়ছে। এমন অবস্থা আগে কখনও দেখা যায়নি। কর্মকর্তারা বলেছেন, গাজায় প্রায় ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চাপে ফেলতে ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। সেখানে ত্রাণের সন্ধানে বের হওয়া মানুষের ওপরও গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে জিএইচএফ। তখন থেকে সংস্থাটির বিতরণকেন্দ্রে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও জিএইচএফের ভাড়াটে সেনাদের গুলিতে প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত