ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেছে ইরান

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেছে ইরান

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ঠিক করেছে ইরান। গত রোববার ইরানের সেনা কর্মকর্তা মাহমুদ মৌসাভির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা দেফাহ প্রেস। গত জুনে টানা ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এ সময় ইরানের আকাশে আধিপত্য বিস্তার করে ইসরায়েলের বিমানবাহিনী। তাদের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের সামরিক বাহিনীও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের সেনা কর্মকর্তা মাহমুদ মৌসাভি বলেন, ‘আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এটা গোপন করার মতো কিছু নয়। তবে আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো আবার প্রতিস্থাপন করেছেন। এই আকাশ প্রতিরক্ষাগুলো এমন জায়গায় স্থাপন করা ছিল, যাতে আমাদের আকাশ নিরাপদ থাকে।’ ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাত শুরুর আগে ইরানের সামরিক বাহিনীর কাছে রাশিয়ার তৈরি এস-৩০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ছিল। এ ছাড়া নিজেদের তৈরি দূরপাল্লার বাভার-৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করত তেহরান। সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কি না, তা জানায়নি দেফাহ নিউজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত