ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই : ইরান

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই : ইরান

ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ‘গুরুতর’ ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সোমবার এ কথাগুলো বলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপাতত, (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে। কারণ, হ্যাঁ, ক্ষয়ক্ষতিগুলো গুরুতর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না। কারণ, এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন।’ এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে ‘জাতীয় গর্বের’ উৎস বলেও চিহ্নিত করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে যেকোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, হামলার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আব্বাস আরাগচি ফক্স নিউজকে বলেন, তাঁর কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘আমাদের পারমাণবিক পদার্থ, আমাদের সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে, তা মূল্যায়ন করার চেষ্টা করছে।’ এখনও সেখানে (ইরানে) প্রযুক্তি রয়েছে। আমাদের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে, বোমা ফেলে ধ্বংস করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত