ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’

বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির কড়া সমালোচনা করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয়ভাবে সম্প্রচারিত এক ভাষণে লুলা বলেন, এ হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’।

ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা না হলে আগামী ১ আগস্ট থেকে দেশটির ওপর ওই বর্ধিত শুল্ক কার্যকর হবে।

এর আগে গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ, হিসেবে বলেন, ব্রাজিলে তার কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। ব্রাজিলের বামপন্থী নেতা লুলা দা সিলভা তার ভাষণে ট্রাম্পের নীতিকে সমর্থনকারী ব্রাজিলের রাজনীতিবিদদেরও সমালোচনা করেন। তাদের ‘মাতৃভূমির বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের ওপরভিত্তি করে এগিয়ে যাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত