ইসরায়েলের সঙ্গে সম্প্রতি সমাপ্ত ১২ দিনের যুদ্ধে ইরানের বিজয়গাঁথা তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রস্তুতির বার্তা দিয়ে গতকাল শুক্রবারের খুতবায় ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ বলেন, আরেকবার যুদ্ধ বাঁধলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ যে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অতুলনীয়। আমরা ঐক্য, জ্ঞান, বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে এ শক্তিকে রক্ষা করব। আবু তোরাবি ফেরদ জানান, হিব্রু, আরব ও পশ্চিমা ভাষার ২০টিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ যুদ্ধ ছিল তেল আবিবের ইতিহাসে অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ। ইরানি হামলায় ইসরায়েল প্রায় ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জিডিপির ৮ শতাংশের সমান।