ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কাবা তাওয়াফ করার সময় ওমরাহ পালনকারীর মৃত্যু

কাবা তাওয়াফ করার সময় ওমরাহ পালনকারীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে কাবা তাওয়াফ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মালদ্বীপের নাগরিক। গত বুধবার এ ঘটনা ঘটে।

মালদ্বীপের সংবাদমাধ্যম রাজ্জে জানিয়েছে, কাবা শরীফে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় হার্ট অ্যাটাক করেন। ওই সময় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইমতিয়াজ। তার বয়স ছিল ৬২ বছর। তিনি আল-মানাসিক হজ ও ওমরাহ গ্রুপের অধীনে ওমরাহ করতে গিয়েছিলেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ওই ব্যক্তি কাবা চত্বরে হার্ট অ্যাটাক করেন। তিনি দ্বিতীয়বারের মতো ওমরাহ করছিলেন। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। এমনকি তার বুকে একটি পেসমেকারও বসানো ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত