ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে দুই বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা এসটিসির

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে দুই বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা এসটিসির

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি গত শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

ভাষণে এসটিসির প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।’

‘দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।’ তবে সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন আইদারুস আল জুবাইদি। ভাষণে তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত