
যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলান সরকার।
মানবাধিকার সংস্থাগুলো যাদের ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে গণ্য করে, তাদের মুক্তি দেওয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের (ড্রাগ ট্রাফিকিং) অভিযোগ আনা হয়েছে।