ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উদীয়মান তারুণ্যের গল্প

লেখালেখি করে সমকালীন তরুণ আলেমদের মাঝে নাম কুড়িয়েছেন অনেকেই। তারা সাহিত্য-সাধনায় ছাড়িয়ে যাচ্ছেন দিনদিন। এমন দুজন তরুণের লেখালেখি ও বই নিয়ে লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
উদীয়মান তারুণ্যের গল্প

হাসান আজীজের জন্ম ১৯৯৩ সালের ১০ মে। নরসিংদী জেলার মনোহরদী থানাধীন শুকুন্দি গ্রামের একটি সম্ভ্রান্ত আলেম পরিবারের সন্তান তিনি। শিক্ষাজীবনের সিংহভাগ কাটিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগে। মাঝে এক বছর দারুল উলুম দেওবন্দে পড়েছেন। বর্তমানে দারুল উলুম রামপুরা বনশ্রী মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তার রচিত ও অনূদিত ৬টি বই প্রকাশ পেয়েছে। বইগুলো হলো-

বিস্মৃত মনীষা : দারুল উলুম দেওবন্দের অনালোচিত মনীষীদের সংক্ষিপ্ত জীবন নিয়ে লেখা বই এটি। দেওবন্দ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শুরু করে পরবর্তীতে প্রতিষ্ঠানটির উন্নতি-অগ্রগতির ক্ষেত্রে যারা বিশেষভাবে অবদান রেখে গেছেন, কিন্তু অবদানের তুলনায় তাদের আলোচনা খুবই কম, প্রায় হারিয়ে গেছেন যারা, তাদেরই স্মরণীয় করে তোলার একটি ক্ষুদ্র প্রয়াস বইটি। প্রকাশ করেছে পুনরায় প্রকাশন। ৭২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১০৭ টাকা।

তবু অনন্ত জাগে : দারুল উলুমে দেওবন্দে এক বছর পাঠগ্রহণকালীন সময়ের স্মৃতিচারণ তার। ভিসা প্রসেসিং থেকে শুরু করে দেওবন্দ যাত্রা, ভর্তি ও ক্লাস, ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া এবং সে বছরের আনুসঙ্গিক নানা ঘটনার বিবরণ রয়েছে এতে। প্রকাশ করেছে পুনরায় প্রকাশন। ১৬০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৪০ টাকা।

আমার ইলমি সফর : সাইয়িদ আবুল হাসান আলি নদবি (রহ.) রচিত ‘মেরি ইলমি আওর মুতাআলাতি জিন্দেগি’র অনুবাদ এটি। এতে ‘আন-নদওয়া’ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ, ১৯৭৭ সালে খোদাবখশ ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি পাটনায় দেওয়া একটি বক্তৃতা এবং মাসিক সাইয়ারা (লাহোর) থেকে পাঠানো প্রশ্নোত্তর সংকলিত হয়েছে। নদবি (রহ.) এসব প্রবন্ধ ও সাক্ষাৎকারে সেসব বইপত্র নিয়ে স্মৃতিচারণ করেছেন, যেগুলো তার চিন্তার জগৎকে আলোড়িত করেছে এবং তিনি সেগুলো দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছেন। প্রকাশ করেছে সঞ্জীবন প্রকাশন। ৮৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৪০ টাকা।

ধর্মহীনতার ভয়াল স্রোত : এটি সাইয়িদ আলী মিয়া নদবি (রহ.) রচিত ‘রিদ্দাতুন ওয়া-লা আবা বাকরিন লাহা’র অনুবাদ। তিনি এতে ধর্মত্যাগের এক নয়া প্রবণতা নিয়ে আলাপ করেছেন; পাশ্চাত্য দর্শনের প্রভাবে যা বর্তমান মুসলিম সমাজে বিস্তার লাভ করছে। প্রকাশ করেছে সঞ্জীবন প্রকাশন। ৪০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১০০ টাকা।

ফিলিস্তিন : সাম্রাজ্যবাদ ও মুসলিমবিশ্ব : এটি সাইয়িদ ওয়াজেহ রশিদ নদবি (রহ.) রচিত ‘ফিলিস্তিন : সামরাজ আওর আলমে ইসলাম’-এর অনুবাদ। এতে রয়েছে ফিলিস্তিন নিয়ে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এবং মুসলিমবিশ্বের নীরবতা ও ব্যর্থতার চিত্র। প্রকাশ করেছে পুনরায় প্রকাশন। ৩২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৫০ টাকা।

মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন : পাকিস্তানি নারী স্কলার সাদিয়া রউফ রচিত ‘মাগরিবি ইসতিমার আওর আলমে ইসলাম’-এর অনুবাদ। এতে উপনিবেশের ইতিহাস, ক্রমবিকাশ, কারণ এবং আগ্রাসী ও আক্রান্ত দেশগুলোর বিবরণীর রয়েছে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবে বইটি উপকারী। প্রকাশ করেছে নাশাত পাবলিকেশন। ২৮০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৮০ টাকা।

হুসাইন আহমাদ খান

তিনি জন্মেছেন পাবনা জেলার সুজানগর উপজেলার বনকোলা গ্রামে। ২০১৩ সালে গ্রামের মাদ্রাসায় হিফজ সম্পন্ন করে চলে আসেন ঢাকায়। যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় ভর্তি হন। এখানেই কাটিয়েছেন সুদীর্ঘ সময়। ২০২৩ শিক্ষাবর্ষে সম্পন্ন করেন দাওরায়ে হাদিস। উচ্চতর ইসলামি আইন গবেষণা (ইফতা) সম্পন্ন করেন ২০২৪ সালে। বর্তমানে তিনি উচ্চতর হাদিস গবেষণা (উলুমুল হাদিস) বিভাগে অধ্যয়নরত। লিখছেন দৈনিক, মাসিক, ত্রৈমাসিক ও সাময়িকীসহ বিভিন্ন পত্রিকায়। এ পর্যন্ত তার ৮টি বই প্রকাশ পেয়েছে। বইগুলো হলো-

মাআল উসওয়াহ : নববি আদর্শের দাবি নিয়ে মাওলানা জাহিদুর রাশেদির লেখা বইটির অনুবাদ করেন তিনি। ৪৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৭৮ টাকা। প্রকাশ করেছে প্রয়াস।

অটুট রাখুন আত্মীয়তার বন্ধন : আত্মীয়তার সম্পর্ক রক্ষার সুফল এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কুফল বিষয়ে কাযি আবদুল হাই কাসেমির লেখা বইটির অনুবাদ করেন তিনি। ৯৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা। প্রকাশ করেছে হসন্ত প্রকাশন।

খিলজি শাসন : খিলজি রাজবংশের উত্থান-পতনসহ এ বংশ কর্তৃক ভারতবর্ষ শাসনের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে লিখেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে বাতায়ন পাবলিকেশন। ১২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২২০।

দৈনন্দিন দোয়া : দোয়ার বিধান, নিয়ম, স্তর ও উপকরণ বিষয়ে মাওলানা ইলিয়াস ঘুম্মানের লেখা বইয়ের অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে আরিশ প্রকাশন। ৮৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২০০।

নারীসমাজ ইসলামের আগে ও পরে : ইসলামের আগে ও পরে নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা এবং ইসলামে নারীদের অবস্থান ও অধিকারের ওপর লেখা সাইয়েদ জিয়া উদ্দিনের বইটি অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে নবধারা প্রকাশন। ১৩৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২১০।

সীরাতপাঠ : গুরুত্ব, পদ্ধতি ও প্রায়োগিক রূপ : সিরাত পাঠের ধরন-পদ্ধতি এবং এ সংক্রান্ত নানা প্রশ্ন ও সমস্যার সমাধানকল্পে লেখা মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানির বইটি অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন। ২৪০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৭২।

সিরাতের সৌরভ : নবীজীবনের শিক্ষাগ্রহণ এবং সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিফলিত করা নিয়ে মাওলানা মুহাম্মদ সালমান মানসুরপুরীর লেখা বইটির অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে ইলহাম। ২৮১ পৃষ্ঠার মুদ্রিত মূল্য ৫৫০ টাকা।

সিরাতে রাসুলে কারিম (সা.) : আধুনিক যুগের ভাবনাসহ সিরাতে রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে মাওলানা হিফজুর রহমান সিওহারবির লেখা বইটির অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। প্রকাশ করেছে ইলহাম। ৩৮৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৫০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত