ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ধাওয়া খেয়ে রূপসায় ঝাঁপ

হত্যা মামলার আসামির ভাসমান লাশ উদ্ধার

হত্যা মামলার আসামির ভাসমান লাশ উদ্ধার

স্থানীয়দের ধাওয়া খেয়ে গত শুক্রবার সন্ধ্যায় খুলনার রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন হত্যা মামলার আসামি জুয়েল শেখ (৩৫)। গতকাল রোববার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, জুয়েল শেখ খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি ও চর আইচগাতী এলাকার জহুর শেখের ছেলে। গতকাল সকাল সোয়া ৯টার দিকে সেনের বাজার এলাকায় রূপসার একটি চরের কাছে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, মাংস বিক্রির টাকা নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় সেনের বাজার এলাকায় তিন কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জুয়েল শেখ ও তার ভাই রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে আরিফকে খুলনা সদর হাসপাতালে নেয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা জুয়েল শেখকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত