ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ে একটি মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বুত্তরা। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এই ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, একটি বাইকে দুজন শ্যামলীর দিক থেকে আগারগাঁও দিকে যাচ্ছিল। এমন সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এসে ককটেলটি ফাটিয়ে দ্রুত চলে যায় তারা। ককটেলে পায়ে আঘাত পাওয়া শাহরিয়ান সানজিদ বলেন, আমরা ধানমন্ডির দিকে আগারগাঁওয়ে আসছিলাম। এমন সময় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এলে আমার বড় ভাইয়ের সামনের গাড়িতে ককটেল এসে লেগে ফেটে যায়। এসময় ওই জায়গায় অনেকের শরীরে আঘাত লেগেছে। তবে কারও বড় কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত