
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারে ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের নবাগত শিক্ষার্থীদের গতকাল নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি আইএসএলএম বিভাগের জন্য একটি স্বতন্ত্র লোগো উন্মোচন এবং শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত নতুন ক্লাব ‘Informatica’-এর উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে বলেন আইএসএলএম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। শিক্ষার্থীদের জ্ঞান আহরণে লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রাচীনকাল থেকে জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় লাইব্রেরি মুখ্য ভূমিকা পালন করে আসছে। এতদ্বাঞ্চলের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ে আইএসএলএম বিভাগ খোলার কারণে শিক্ষার্থীরা এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। তিনি এ বিষয়ে আরও প্রচারের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি এই বিভাগের যে সব প্রয়োজনীয়তা রয়েছে তা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন। আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মিসেস ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান ও খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক ও উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ ও প্রভাষক মো. নাজিম নবাগত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন- তানহা আক্তার সীথি এবং সিনিয়র শিক্ষার্থী তাসিন কাদির। এছাড়া ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের আহ্বায়ক রাহিকুল মাকতুম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি