ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উদযাপন

বিএমইউতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উদযাপন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে আইসিইউতে সেবাদানকারী চিকিৎসকসহ অ্যানেসথেশিওলজিস্টদের অংশগ্রহণে ১৭৯তম বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিএমইউ-এর এ এবং বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ বটতলায় দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় সম্মানিত প্রো-ভাইস (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমইউ-এর এ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ১৭৯তম ওয়ার্ল্ড এ্যানেসেথেশিয়া ডে ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. হাসনুল আলম শামীম, সদস্য সচিব ডা. মোহাম্মদ শামসুল আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস ক্রিটিকেল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর উদ্যোগে বিএমইউ এর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়। এতে সোসাইটির নেতৃবৃন্দসহ এ্যানেসথেসিওলজিস্টগণ অংশগ্রহণ করেন। এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি বিশিষ্ট অ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল), বিএসএসিসিপিপি-এর সাবেক মহাসচিব অধ্যাপক একেএম আজিজুল হক। গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক অধিবেশনে জাতীয়, আঞ্চলিকসহ বরেণ্য চিকিৎসকরা উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে তাদের অর্জিত উৎকর্ষতা তথা দক্ষতা ও জ্ঞান বিনিময় করেন। যার মাধ্যমে এ দেশের চিকিৎসাসেবাকে আরও এগিয়ে নিতে অ্যানেসথেসিওলজিস্টরা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত