
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে গণফোরাম। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির দুই প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করবেন।
গতকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও গণফোরাম তখন স্বাক্ষর থেকে বিরত ছিল। দলটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিলেও শেষ মুহূর্তে সই করেননি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণফোরামের পক্ষ থেকে রোববার আনুষ্ঠানিকভাবে সই করা হবে, যা জুলাই জাতীয় সনদ ২০২৫–এর আওতায় সব দলের ঐকমত্য প্রতিষ্ঠার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।