ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলা একাডেমির সাবেক পরিচালক গোলাম মঈনউদ্দিন আর নেই

বাংলা একাডেমির সাবেক পরিচালক গোলাম মঈনউদ্দিন আর নেই

বিশিষ্ট সাহিত্যিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত আজীবন সদস্য ও সাবেক পরিচালক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দিন গতকাল রোববার রাতে নিউইয়র্কের ব্রƒকলীনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম. জওহর আলী। ড. মঈনউদ্দিন নলতা হাইস্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। তার রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। তিনি মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর জীবন, কর্ম ও সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন। তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন। ড. মঈনউদ্দিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি চাকরিরত অবস্থায় এবং অবসর গ্রহণের পরও তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের ওতপ্রোতভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত