ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক লুৎফে রব্বানীর জীবনাবসান

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক  লুৎফে রব্বানীর জীবনাবসান

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম এ. জে. এম. লুৎফে রব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী ছিলেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির একজন নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও প্রয়াস বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গুলশান ভোলা মসজিদে বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত