ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভা

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভা

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ১৫তম সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেকেবিএইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। সভায় স্বশরীরে এবং ভ্যার্চুয়ালি অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, ড. মোঃ খলিলুল্লাহ, ড. এস এম খলিলুর রহমান, ডা. এম এ জলিল, ড. এম এহসানুর রহমান, মোঃ আব্দুস সামাদ ফারুক এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান। ট্রাস্টিবোর্ডের সভায় নির্ধারিত আলোচ্যসূচি উপস্থাপনের পর বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ড সভার পর বিওটি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ইংরেজি বিভাগের শিক্ষকদের সাথে পৃথকভাবে একাডেমিক নানাবিধ বিষয়ে মত বিনিময় করেন এবং নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিওটি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বলেন, গল্লামারীস্থ বিশ্ববিদ্যালয়ের এ ক্যাম্পাসে বৃহৎ পরিসরে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে ভালোভাবে শিক্ষা লাভ করে কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখতে পারে, সবাই যেনো মানসম্মত শিক্ষা লাভ করে সার্টিফিকেট অর্জন করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। বিগত বছরের তুলনায় এবছর ফল-২০২৫ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়। নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীতা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান ও বিওটি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ও বিশ্ববিদ্যালয় প্রকল্পের ইনচার্জ মাশেকুল রসুল রাসেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত