ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাউজানে আবারও গুলিতে খুন

রাউজানে আবারও গুলিতে খুন

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাউজান পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর ওরফে আলম। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।’ এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হন।

আবদুল হাকিম রাউজানের বাসিন্দা। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত