ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নভেম্বরের মধ্যে গণভোট চাই

বললেন রফিকুল ইসলাম খান
নভেম্বরের মধ্যে গণভোট চাই

জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতাকর্মীরা। তারা চেয়েছিল ইসলামপন্থি রাজনীতি ও জামায়াতকে দেশ থেকে উৎখাত করতে। এ লক্ষ্যে সারাদেশে খুন, গুম ও হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল। গতকাল শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ ও সাজানো মামলায় জামায়াতের নিরাপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এতে বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়েছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। প্রশাসন রাষ্ট্রের, কোনো দলের নয়।

গত ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, যারা এতদিন দেশ শাসন করেছে, তাদের একদলকে জনগণ বিতাড়িত করেছে অন্যায়ের কারণে, আরেক দলের চাঁদাবাজি ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। তাই আজ জনগণ বলছে- ‘সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ।’ তিনি বলেন, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা রাজা হবো না, কাউকে প্রজা বানাবো না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত