ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৪৮তম বিসিএসে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের সড়ক অবরোধ

৪৮তম বিসিএসে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের সড়ক অবরোধ

৪৮তম বিসিএস থেকে ৩৫০০ জনের অতিরিক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং অপেক্ষমাণ চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করছে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম। কর্মসূচির মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা।

দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসন এবং ৪৪, ৪৫, ৪৬, ৪৭তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধানের লক্ষ্যে তাদের এ কর্মসূচি বলে জানা যায়।

গতকাল সোমবার সরেজমিন জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা যায়, দাবি বাস্তবায়নে প্রেসক্লাব থেকে কদম ফোয়ারামুখী সড়ক অবরোধ করেন তারা। এসময় ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সড়ক অবরোধের ফলে প্রেসক্লাব এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালে বিকাল ৪টা ১২ মিনিট নাগাদ তারা অবরোধ প্রত্যাহার করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত