ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে পণ্যবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত এক

চট্টগ্রামে পণ্যবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত এক

চট্টগ্রামের সাগরিকা লেভেল ক্রসিংয়ে পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নাইটগার্ড নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য অঞ্চলে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আব্দুল কাইয়ুম জানান, দুর্ঘটনায় নিহত শামসুল হক (৬০) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা এবং সেখানে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রেলওয়ে কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৩১টি কনটেইনার নিয়ে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ট্রাকটিও উল্টে পড়ে। দুর্ঘটনায় শামসুল হক গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এই লাইনটি শুধু পণ্যবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়। তাই যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’ তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল এবং রেলট্র্যাকের ওপর উঠে পড়েছিল। তিনি বলেন, ‘ট্রাক ও ট্রেনের সংঘর্ষে লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে জানান ওই রেল কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত