ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ ব্যবস্থার অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন চায় একটি ইসলামী শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত