
‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন, সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়িন-ডিইউজে। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সমাবেশে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এ ৩৯ দফা উপস্থাপন করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন, সিনিয়র যুগ্ম মহাসচিব বাছির জামাল, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ’র সাবেক সভাপতি মোরসালিন নোমানী, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজের সহ-সভাপতি রফিক মুহাম্মদ, রাশেদুল হক, ডিইউজের যুগ্ম সম্পাতক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, নির্বাহী সদস্য মোদাব্বের হোসেন ও অর্পণা রায়, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাবেক দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, সাবেক নির্বাহী সদস্য আল আমিন প্রমুখ।
৩৯ দফা দাবি উপস্থাপন করে কাদের গনি চৌধুরী বলেন, আমরা এমন একটি পরিবর্তিত সংবাদমাধ্যম চাই, যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন। যেখানে অনুসন্ধানই হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূলশক্তি। একই দাবিতে গতকাল শনিবার সারা দেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।