ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর

জানালেন ধর্ম উপদেষ্টা
আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর

আগামী বছর তাবলিগ জামাতের দুইপক্ষের আয়োজনে বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গতকাল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “জাকির নায়েককে দেশে আনতে আগ্রহী কয়েকজন আমার সঙ্গে দেখা করেছিলেন। তবে এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয় এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। বিদেশি অতিথি সংক্রান্ত বিষয় এই দুই মন্ত্রণালয়ই দেখভাল করে। এখানে আমার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের জায়গা নেই।”

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত