ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ

সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েছেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। তারা গত দুই দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল সোমবার দুপুরে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নেন, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। দুপুর সোয়া ২টার দিকে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদে’র সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ আমাদের এখানে আটকে দিয়েছে। আমরা এখানেই আপাতত অবস্থান করব। পুলিশ আমাদের অবস্থান কর্মসূচিতে (প্রেস ক্লাবে) ফিরে যাওয়ার অনুরোধ করছে।’তিনি আরও বলেন, ‘আমরা কিছুক্ষণ পর আমাদের মূল অবস্থান কর্মসূচিতে ফিরে যাব এবং সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

অধ্যক্ষ মুনিমুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা না হলে রাজপথে কঠোর আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দাবি আদায় করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত