ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেসির শ্রেষ্ঠত্ব মানতে নারাজ রোনালদো

মেসির শ্রেষ্ঠত্ব মানতে নারাজ রোনালদো

গত ১৫ বছর ধরে একটি বিতর্ক যেন থামছেই না। লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল বিশ্বে কে সেরা? যদিও দুজনই প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরাদের অন্যতম। তবে তাদের দুজনের মধ্যে কে সেরা? সেটির উত্তর খোঁজা কঠিন। ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে অবশ্য সেরার প্রশ্নে নিজেকে মেসির চেয়ে এগিয়েই রাখলেন রোনালদো। মরগানের ইউটিউব শো- আনসেন্সরড উইথ রোনালদোতে সি আর সেভেন কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সব বিতর্কিত ইস্যুতে। ভক্ত তো বটেই, সমালোচকদের জন্যও আছে অনেক উত্তর। সাক্ষাৎকারের এক পর্যায়ে মরগান রোনালদোকে সরাসরি প্রশ্ন করেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী ভাবেন?’ জবাবে ৪০ বছর বয়সি রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সঙ্গে একমত নই। এক্ষেত্রে আমি বিনয়ী হতে চাই না।’ রোনালদোর এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য জোরালো যুক্তিও রয়েছে। ক্যারিয়ারে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়া এই তারকা পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো এবং পরে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। তার ঝুলিতে আছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডি’অর এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের বিশ্বরেকর্ড। অন্যদিকে, শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পিছিয়ে নেই লিওনেল মেসিও। ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন এই কিংবদন্তি ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। এ ছাড়া জিতেছেন দুটি কোপা আমেরিকা ও একবার ফিনালিসিমা। ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন প্রথম শিরোপা। তার অর্জনের ঝুলিতে আছে লা লিগার সর্বোচ্চ ৪৭৪ গোলের রেকর্ড এবং ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর। সম্প্রতি ক্রীড়া ইতিহাসের প্রথম বিলিয়নিয়ারের খেতাব পান রোনালদো। এমন স্বীকৃতিতেও ঘোর আপত্তি পর্তুগিজ অধিনায়কের। বিলিয়নার হয়েছেন অনেক আগেই বলে দাবি সিআর সেভেনের। পিয়েরস মরগানের ইন্টারভিউতে রোনালদো উত্তর দিয়েছেন অনেক ব্যক্তিগত প্রশ্নেরও। চল্লিশ পেরোনোর পর বিয়ের সিদ্ধান্ত কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়া জার্সি নিয়ে প্রশ্ন। যেখানে অটোগ্রাফে লেখা ‘প্লে ফর পিস’। সাক্ষাৎকারে বাদ যায়নি জাতীয় দল সতীর্থ দিয়েগো জোতার শেষকৃত্যে অংশ না নেওয়ার বিতর্ক। যে অনুষ্ঠানে সেলেসাও দাস কুইনসের পুরো দল অংশ নিলেও অনুপস্থিত ছিলেন রোনালদো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত