
কক্সবাজারের টেকনাফের হ্নীলার একটি ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুস সিকদার নামের এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ নাজমুন নূর।
নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন ।
ওসি জানান, ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে তুলে সনাক্ত করেন যে তিনি মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি জানান, নিহতের স্বজন, এলাকার লোকজন এবং রাজনৈতিক নেতাদের দেওয়া তথ্য মতে, কোনো ধরনের লেনদেন সংক্রান্ত পাওনা টাকা আদায়ের জন্য এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তথ্য অনুসন্ধান, জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান।