ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু

জেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে রংপুরের গুরুত্বপূর্ণ অবস্থান ঘোষিত হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান গত মঙ্গলবার বিকালে এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. আবু জাফর। রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন (উপসচিব)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত