
পটুয়াখালীর গলাচিপায় মনোনয়ন নিয়ে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিএনপির কর্মী ও সমর্থকরা হলেন- ইলিয়াস রাড়ী, সলেমান রাড়ী, রায়হান রাড়ী, ইয়াকুব রাড়ী, কুদ্দুস ব্যাপারী, নূরনবী রাড়ী, সবুজ রাড়ী, রিয়াজ রাড়ী, সজিব রাড়ী, আবু সালেম রাড়ী, ইব্রাহীম রাড়ী, মোসা. ফাহিমা রাড়ী, সাইফুল রাড়ী, সাখাওয়াত রাড়ী, মোসা. তাসলিমা, ওমর রাড়ী ও হাসান রাড়ী। এদের মধ্যে ৯ জন গুরুতর আহত হয়ে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের আহত কর্মী-সমর্থকরা হলেন- আজমির খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাইম খলিফা, সোহেল খলিফা, নজরুল খলিফা, নোমান খলিফা, মাহিন খলিফা, ফারুক খলিফা, আরিয়ান খলিফা, রাতুল খলিফা, ইমরান খলিফা, মোসা. মাহিনুর বেগম ও নবীন খলিফা।