ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩১

আ.লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩১

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। গতকাল শুক্রবার ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাও এলাকার দোকানবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত ১টা পর্যন্ত ঢাকা জেলার সব থানায় এ অভিযান চলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাব্বী সরদার বিগত কয়েক মাস ধরে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকার মিছিলের অগ্রভাগে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে ডিএমপিসহ বিভিন্ন জেলায় পোস্টার লাগানোরও নেতৃত্ব দেন।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, তার মোবাইল ফোন থেকে দেশ-বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। রাব্বী সরদার ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ডিএমপিসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ ও যুবলীগের ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিকে বর্তমানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তার স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ৩১ জনের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত