ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

খানবাহাদুর আহ্ছানউল্লার ৬১তম ওরস শরিফ আজ শুরু

খানবাহাদুর আহ্ছানউল্লার ৬১তম ওরস শরিফ আজ শুরু

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’- এ মহান ব্রতকে সামনে রেখে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফি-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর তিন দিনব্যাপী ৬১তম বার্ষিক ওরস শরিফ আজ রোববার সকাল থেকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাক রওজা শরিফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। পবিত্র ওরস শরিফকে কেন্দ্র করে পাক রওজা শরিফ, মসজিদ তথা নলতা শরিফ ও আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। অস্থায়ী আবাসন নির্মাণ, মিশন অফিসের সামনে বিগত সময়ের মতো লক্ষাধিক টাকা ব্যয়ে প্রধান তোরণসহ এলাকার বিভিন্ন পয়েন্টে অসংখ্য গেট, প্যান্ডেল, লাইটিং, রন্ধনশালা, খানা মাঠ, বিভিন্ন স্টল, হৃদয়ে আহ্ছান, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, প্রেস বক্স ও স্কাউট-রোভার স্কাউট কন্ট্রোল রুম, রাস্তাঘাটসহ নানা ধরনের প্রস্তুতি রয়েছে এখানে।

৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি রোববার, সোমবার ও মঙ্গলবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরিফ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই পবিত্র ওরস শরিফে আজ প্রথম দিন বাদ ফজর হতে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও কুতুবুল আকতাব হজরত হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.)-এর রুহের উপর ছওয়াব রেছানি। সাড়ে ৯টা হতে হজরত শাহছুফি আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বেছাল শরিফ উপলক্ষে কলেমাখানি, কুলখানি, আলোচনা সভা ও মিলাদ শরিফ। বেলা ১২টা, বাদ আসর ও বাদ এশা পাক রওজা শরিফে চাঁদর পেশ। বিকাল ৫টা থেকে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ, হজরত রাসুলে করীম (স.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

দ্বিতীয় দিন সোমবার বাদ ফজর থেকে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.)-এর রুহের ওপর ছওয়াব রেছানি এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা। বেলা ১১.৩০টা, বাদ আসর ও বাদ এশা পাক রওজা শরিফে চাঁদর পেশ। বিকাল সাড়ে ৩টা থেকে হজরত রাসুলে করিম (স.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

তৃতীয় দিন মঙ্গলবার বাদ ফজর থেকে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও হজরত শাহছুফি আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর পাক রুহের ওপর ছওয়াব রেছনি, বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

পীর কেবলার ৬১তম বার্ষিক ওরস শরিফ সফল করতে মিশনের পক্ষ থেকে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখাসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত