অমর একুশে বইমেলা ২০২৫-এর ১১তম দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন মেলায় নতুন বই এসেছে ৯১টি। এর মধ্যে গল্পের বই ১১টি, উপন্যাস ১০টি, প্রবন্ধ চারটি, কবিতা ৩৩টি, শিশুসাহিত্য সাতটি, জীবনী চারটি, মুক্তিযুদ্ধ একটি, নাটক একটি, বিজ্ঞান চারটি, ইতিহাস তিনটি, রাজনীতি একটি, গণঅভ্যুত্থান তিনটি, ধর্মীয় একটি, অনুবাদ দুইটি, অভিধান একটিসহ অন্যান্য বই রয়েছে তিনটি। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আদর্শায়িত কল্পলোক ও শাহেদ আলীর দ্বিধাচিত্ত মন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেন মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করেন চঞ্চল কুমার বোস। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুস্তাফা মজিদ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শফিকুল ইসলাম বাহার এবং আনজুমান আরা। এদিন ছিল সালমা মাহবুবের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বিস্ক্যান)’ এর পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মো. সালমান, মাহমুনুল হক সিদ্দিক, জাকির হোসেন আখের, সঞ্জয় কুমার দাস, শরণ বড়ুয়া, শ্রাবন্তী আক্তার জেরিন, নুরুন্নাহার হায়াত এবং মো. শাহীনুর ইসলাম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন এনামুল হক ওমর (তবলা), আবুল কালাম আজাদ (কিবোর্ড), এফএম আলমগীর কবীর (বাঁশি) এবং মো. ফারুক (অক্টোপ্যাড)। আজ অমর একুশে বইমেলার ১২তম দিনে মেলার গেইট খুলবে বিকাল ৩টায়। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণঅভ্যুত্থান ২০২৪-এর কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এদিন প্রবন্ধ উপস্থাপন করবেন হাসান রোবায়েত। আলোচনায় অংশ নেবেন মঈন জালাল চৌধুরী এবং আশফাক নিপুন। সভাপতিত্ব করবেন কবি ফরহাদ মজহার।