ঢাকাসহ দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ধরনের তাপপ্রবাহ। যা শিগগিরই কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে দিনভর গরমের অনুভূতিও বেশি থাকবে। এছাড়া আজ বৃষ্টির সম্ভাবনাও নেই। গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি হতে পারে। এর আগে কোথাও তাপপ্রবাহ চলে যেতে পারে, কোথাও অব্যাহত থাকতে পারে। গতকল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।