ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সূর্যের ক্রোমোস্ফিয়ারের রহস্য

সূর্যের ক্রোমোস্ফিয়ারের রহস্য

সৌরজগতের মধ্যমণি আমাদের সূর্য। আর তাই দীর্ঘদিন ধরেই সূর্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সূর্যের ক্রোমোস্ফিয়ার এলাকা সৌর করোনার চেয়ে শীতল কিন্তু ঘন। এলাকাটি সূর্যের সবচেয়ে গতিশীল অঞ্চল। সম্প্রতি সূর্যের ক্রোমোস্ফিয়ার এলাকা পর্যবেক্ষণের নতুন কৌশল আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। নতুন এ কৌশল ব্যবহার করে সূর্যের ক্রোমোস্ফিয়ারের বিস্তারিত তথ্য জানতে গত শুক্রবার মহাকাশে সাব অরবিটাল সাউন্ডিং রকেট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীদের তথ্যমতে, লালচে রঙের ক্রোমোস্ফিয়ার সূর্যের বায়ুমণ্ডল ও আলোকম-ল মধ্যকার একটি অঞ্চল। ক্রোমোস্ফিয়ারের মধ্যে সৌরশিখা, উত্তপ্ত প্লাজমা জেট ও শক্তিশালী শক্তির প্রবাহের উৎপত্তি হয়। এই অঞ্চলের তাপমাত্রা ৬ হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ লাখ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সাব-অরবিটাল সাউন্ডিং রকেটে সোলার ইরাপ্টিওএন ইন্টিগ্রাল ফিল্ড স্পেকট্রোগ্রাফ নামের একটি সৌর স্পেকট্রোগ্রাফ যন্ত্র রয়েছে, যা দূর থেকে মাত্র ১০ মিনিটের জন্য সূর্যের ক্রোমোস্ফিয়ার এলাকা পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে বিজ্ঞানী শৌভিক বোস বলেন, রকেটে থাকা স্পেকট্রোগ্রাফটি বেশ ভিন্ন ধরনের সৌরযন্ত্র। সূর্য সম্পর্কে জানতে প্রথম অতিবেগুনি নির্ভর স্পেকট্রোগ্রাফ। সূর্যের ওপরের চৌম্বকীয় সক্রিয় অঞ্চল পর্যবেক্ষণ করবে এটি। ক্রোমোস্ফিয়ার ও ট্রানজিশন অঞ্চল থেকে উচ্চ রেজল্যুশনের স্পেকট্রোস্কোপিক তথ্য সংগ্রহ করবে। ক্রোমোস্ফিয়ারের তথ্য জানার জন্য পরিচালিত বিভিন্ন অভিযানের মধ্যে এবারের অভিযানটি বেশ আলাদা। বিজ্ঞানীদের ধারণা, এবার সূর্যের পূর্ণ দ্বিমাত্রিক ক্ষেত্রের ছবি তোলা যাবে। সেই ছবি থেকে সম্পূর্ণ বর্ণালির তথ্য বিশ্লেষণ করা যাবে। সৌর অতিবেগুনি বর্ণালির সবচেয়ে উজ্জ্বল রেখা ও ওপরের ক্রোমোস্ফিয়ারিক অবস্থার তথ্য ধারণ করবে। নতুন অভিযানের বিষয়ে বিজ্ঞানী শৌভিক বোস বলেন, এ অভিযান থেকে আমরা সৌর প্লাজমার তাপমাত্রা, বেগ ও ঘনত্ব গণনা করতে পারব। সৌর করোনা কেন এত গরম সেই ধাঁধার রহস্য জানতে আমাদের প্রথমে বুঝতে হবে ক্রোমোস্ফিয়ারে কী ঘটছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত