ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল’

‘অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি। কিন্তু এগুলো শাসন ছিল না, শোষণ ছিল। মাবুদ, তুমি তার সবচেয়ে বড় সাক্ষী। আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। এই কাজের জন্য তুমি (সৃষ্টিকর্তা) এখানকার মানুষগুলোকে কবুল করো।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানে এক পথসভায় বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের আমির দোয়া চেয়ে আরও বলেন, ‘স্বপ্ন ছিল দ্বীন কায়েম হবে। হে আল্লাহ, তোমার দ্বীন কায়েম হলে তোমার বান্দা-বান্দিরা মন ভরে তোমার গোলামি করতে পারবে। সেই গোলামির সুযোগটা আমরা তোমার কাছে ভিক্ষা চাই। একজন আলেমের ঘাটতি তুমি শত আলেম দিয়ে পূরণ করে দাও। আমাদের বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়ে শফিকুর রহমান বলেন, কিছু কিছু পরিবার সন্তানের লাশও পাচ্ছে না, হাসপাতালেও পাচ্ছে না; তাদের বিষয়টা আরও কষ্টদায়ক। আল্লাহ যেন তাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। আর চলে যাওয়া লোকগুলোকে শহিদ হিসেবে কবুল করেন।

পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমির এমরান হুসাইন ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির রেজাউল করিম ও সেক্রেটারি শেখ ইউনুস, নড়াইল জেলা জামায়াতে আমির আতাউর রহমান, সাতক্ষীরা জেলা আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম, সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আকতার হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত