
মিড-রেঞ্জ স্মার্টফোনের দুনিয়ায় ইনফিনিক্স ধীরে ধীরে নিজের অবস্থান দৃঢ় করছে। বিশেষ করে তাদের হট সিরিজটি প্রতিটি সংস্করণে নতুনত্ব এনে তরুণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। হালকা ও ব্যবহারবান্ধব ডিজাইন এই সিরিজের অন্যতম বৈশিষ্ট্য। ২০২৪ সালে বাজারে আসা হট ৫০ সিরিজের ফোনগুলোতে ছিল সরল ও স্লিম নকশা, যা বিশেষ করে ছাত্র, তরুণ ও কর্মব্যস্ত ব্যবহারকারীদের জন্য উপযোগী ছিল। পারফরম্যান্স ও দামের মধ্যে ভারসাম্য রেখে, দৈনন্দিন কাজ, বিনোদন ও পড়াশোনার প্রয়োজন একসঙ্গে মেটাতে সক্ষম ছিল এই সিরিজ।
এই ধারাবাহিকতায় ইনফিনিক্স এবার আনতে যাচ্ছে হট ৬০ সিরিজ। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই সিরিজের একটি মডেলের পুরুত্ব হবে মাত্র ৫.৯৫ মিমি- যা ইনফিনিক্সের ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন এবং বাজারেরও অন্যতম স্লিম ফোন হিসেবে বিবেচিত হতে পারে। স্লিম গড়নের হলেও শক্তিশালী ব্যাটারি থাকছে ফোনটিতে ৫১৬০ এমএএইচ, যা নতুন নন-সিলিকন প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ফলে কম জায়গায়ও টেকসই ব্যাটারি ধরে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, যা অল্প সময়েই ফোনকে চার্জ দিতে পারবে। এই ধরনের প্রযুক্তিগত সংযোজন ইঙ্গিত দেয়, মিড-রেঞ্জ স্মার্টফোনগুলোর মধ্যে এখন শুধু বাজেট নয়, বরং ডিজাইন ও ব্যবহারযোগ্যতার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেসব স্লিম ফোনে ব্যাটারি বা স্থায়িত্ব নিয়ে আপস করতে হতো, ইনফিনিক্স সেই ধারণা ভাঙতে চাচ্ছে। সাম্প্রতিক হট সিরিজগুলোতে ইনফিনিক্স যেভাবে স্লিমনেস ও পারফরম্যান্স একসঙ্গে দিচ্ছে, তা বহুমুখী ব্যবহারকারীদের যেমন- অফিসকর্মী, শিক্ষার্থী, কনটেন্ট ভোক্তা—সবাইকে লক্ষ্য করেই তৈরি।
যদিও হট ৬০ সিরিজ এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়নি, তবে ফাঁস হওয়া তথ্য বলছে, এতে আরও নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এই নতুন সংযোজন কতটা ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা উন্নত করবে, সেটিই এখন দেখার বিষয়।