
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩১ জন রয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন গতকাল রোববারএ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৫৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি দেশীয় রিভলবার, দুইটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল এবং একটি হ্যান্ডক্যাফ জব্দ করা হয়েছে।