ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল সিএনজির সংঘর্ষে নিহত পাঁচ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল সিএনজির সংঘর্ষে নিহত পাঁচ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে মোটরসাইকেল সংঘর্ষের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনায়কবলিত মোটরসাইকেলে এসে সজোরে চাপা দিলে এতে করে সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। গতকাল রোববার বিকালে পৌনে ৫টার দিকে দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী এবং বিপরীত দিক আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাধবপুর অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল পাঁচ আরোহীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত