ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া অস্থায়ী লঞ্চঘাটের র‌্যাম্প ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে টানা ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া ১ নাম্বার ফেরিঘাট এলাকায় অস্থায়ীভাবে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী। এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবল স্রোতের কারণে ২ নাম্বার ফেরিঘাটের একটি র‌্যাম্প পানিতে ডুবে যায় এবং আরেকটি র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে গিয়ে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা এরিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ জানান, জেটি নদীতে বিলীন হওয়ার পর থেকেই বিকল্প ঘাটে যাত্রী ওঠানামা চলছিল। কিন্তু সেখানেও র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এখন কড়ইতলা এলাকা থেকে যাত্রী পারাপার করা হচ্ছে, যদিও এখানে কোনো পন্টুন নেই। স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা জরুরি। উল্লেখ্য, গত ৫ আগস্ট পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অন্যটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত